১১) আমদের দেশের নাম বাংলাদেশ=اِسْمُ بِلَادُنَ بَنْغَلَادِيْشْ (ইসমু বিলাদু-না বাংলাদেশ)
ইসম= নাম
বিলাদ=দেশ
-না= আমদের (পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)
১২) আমি এগারটি গ্রহ দেখলাম = رَأَيْتُ اَحَدَ عَشَرَ كَوكَبًا (রাই-তু আহাদা আশারা কাওকাবান )
রায়া = দেখা / পর্যবেক্ষন করা
-তু= আমি ( পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)
আহাদা আশারা = ১১ ( আহাদ-১ + আশারা-১০)
কাওকাব = গ্রহ ( তারা নয় , কেননা তারা এর আরবি-নজম)
১৩) একতাই বল = الاِتّحَادُ قُوَّةَ (আল-ইত্তাহাদু কুওয়াতা)
ইত্তাহাদ= একতা/সমঝোদা
কুওয়া = শক্তি/বল ( যেমনঃ লা হাওলা ওয়া লা কুওয়াতা – আল্লাহ্- ছাড়া কোন শক্তি নেই)
১৪) মিথ্যাচার গুনাহের মা = اَلْكِذْبُ اُمُّ الذُّنُوبِ ( আল-কিদ্ববু উম্মু-দ্দ্বানুব)
কিদ্বব/কিযাব = মিথ্যা ( দ্বাল এর পরে আলিফ হলে মানে হবে মিথ্যাচারি/কাদ্দ্বাব - كَذَّابْ)
উম= মা
দ্বনুব/যুনুব = গুনাহ/পাপ
১৫) পুস্তক থেকে জ্ঞান সংগ্রহ কর = اُطْلُبِ اَلْعِلْمَ فِى الْكِتَابِ( উতলুবি-ল এলমা ফি-ল কিতাবি )
তলব = অন্বেষণ ( বাক্যে তলব এর আগে আলিফ যুক্ত হয়ে উতলুব দ্বারা আদেশ বুঝাচ্ছে)
এলম = জ্ঞান
ফি= ভিতরে/মধ্যে
কিতাব = বই/পুস্তক ( মনে রাখবেনঃ কিতাব/كِتَاب – বই , কাতিব /كاتِب- লেখক )