বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে সারা দেশ থেকে লোক নেবে। সম্প্রতি এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন-প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা বিমানবাহিনীতে পেশা গড়ার স্বপ্ন দেখছেন, তাঁরা আবেদন করতে পারেন। আবেদনের যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনীতে তিনটি শাখায় লোক নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন ও ফিন্যান্স। ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) উভয় পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়নসহ চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ-৪.৫০ (পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ) অথবা পদার্থ, গণিত, রসায়নসহ ন্যূনতম পাঁচটি বিষয়ে ‘ও’ লেভেল এবং পদার্থ, গণিত, রসায়নসহ ন্যূনতম তিনটি বিষয়ে ‘এ’ লেভেল (পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি/সমমান)। অ্যাডমিন শাখার জন্য উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ-৪.৫০ ন্যূনতম তিনটি বিষয়ে ‘এ’ লেভেল (ন্যূনতম লেটার গ্রেড বি/সমমান)। ফিন্যান্স শাখার জন্য উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) পরীক্ষায় গণিত/পরিসংখ্যানসহ ন্যূনতম জিপিএ-৪.৫০ অথবা উচ্চমাধ্যমিক (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০/ গণিত অথবা হিসাববিজ্ঞানসহ ন্যূনতম তিনটি বিষয়ে ‘এ’ লেভেল (লেটার গ্রেড বি/সমমান)। ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উক্ত পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হওয়ার সপক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক নিশ্চয়তার সনদ দাখিল করতে হবে। বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে সর্বোচ্চ ২২ বছর (১ জানুয়ারি ২০১৬ সালে)। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬২ দশমিক ৫৬ সেমি (৬৪ ইঞ্চি)। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ দশমিক ৪৮ সেমি (৬২ ইঞ্চি) ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। আবেদন-প্রক্রিয়া
সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে ৬০০ টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের বিনিময়ে প্রতি কার্যদিবসে (সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত) আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের শাখায় পরিশোধ করতে হবে। বিএএফ ওয়েবসাইট থেকে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার আগে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে হবে।
এ ছাড়া সরাসরি অনলাইনেও আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে www. joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে লগইন করে Apply Now ট্যাব এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনের মাধ্যমে পূরণ করে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর বাকি অংশ হাতে পূরণ করে প্রাথমিক লিখিত পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।
যেসব প্রার্থী অনলাইনে আবেদন করবেন, তাঁরা আবেদনপত্রের মূল্য বাবদ টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে পারবেন। এ ছাড়া গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকেরা ব্যক্তিগত bKash অ্যাকাউন্টের মাধ্যমে বিএএফ bKash অ্যাকাউন্ট: ০১৭৬৯৯৯০২৮৯ ব্যবহার করে আবেদনপত্রের মূল্য বাবদ ৬০০ টাকা জমা দিতে পারবেন।
প্রার্থীদের নিজ হাতে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র ও মার্কশিটগুলোর সত্যায়িত ফটোকপি। তিন কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকতে হবে। নির্বাচন-প্রক্রিয়া
প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে ২০০ নম্বরের (আইকিউ ১০০ নম্বর ও ইংরেজি ১০০ নম্বর) প্রাথমিক লিখিত পরীক্ষা, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ (আইএসএসবি) কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ ইত্যাদি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষাকেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। সুযোগ-সুবিধা
যোগদানের সম্ভাব্য তারিখ ২০১৭ সালের জানুয়ারি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেটদের ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ প্রাপ্তির পরবর্তী এক বছরসহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া বিমানবাহিনীতে থাকা আধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার পরিচালনার সুযোগ, প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে ও প্রশিক্ষণপ্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেট এবং অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ এবং দেশে-বিদেশে অ্যারো ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বিবিএ, এমবিএ ও উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ পাওয়া যাবে। একাধিকবার জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার সুযোগসহ সন্তানদের পড়াশোনা, বাসস্থান, চিকিৎসা, রেশন ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। বিস্তারিত
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিএএফের ওয়েবসাইটে www.baf.mil.bd/recruitment পাওয়া যাবে। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায়ও যোগাযোগ করতে পারেন।
বয়স: ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ২.৫ পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
বেতন: নির্বাচিত প্রার্থীদের ২ বছর প্রবেশন সময়ের প্রথম বছর মাসিক ১৭০০০ টাকা এবং দ্বিতীয় বছর ২০০০০ টাকা দেওয়া হবে। সফলভাবে প্রবেশনারি সময় শেষ করার পর প্রার্থীদের জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে মাসিক ২৭০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট www.southeastbank.com.bd এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩৯ বছর। যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশাসনিক/ব্যবস্থাপনা ক্ষেত্রে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরিতে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে ১৮৫০০-২৯৭০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ( www.kgdcl.gov.bd) এ পাওয়া যাবে।
আবেদনপত্র মহাব্যবস্থাপক (প্রশাসন), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ১৩৭/এ, সিডিএ অ্যাভিনিউ, ষোলশহর, চট্টগ্রাম এ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন ফরমের সঙ্গে প্রার্থীকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৫ ফেব্রুয়ারির প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র
চাকরিবাকরি পৃ. ২। প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পদের নাম: অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান (এসভিপি/জেইভিপি)।
বয়স: ৫০ বছরের অধিক নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে (তবে ৬০০০০ টাকার কম বেতন প্রাপ্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই)। যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টের সহযোগী/ফেলো সদস্য হতে হবে (এসিএ/এফসিএ)।
অভিজ্ঞতা: কোনো জীবনবিমা কোম্পানি অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ভাইস প্রেসিডেন্ট বা সমমানের পদে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে পাঁচ বছর কর্মরত থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার মেয়াদ শিথিলযোগ্য।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রাজ ভবন (৭ম তলা), ২৯, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ এই বরাবরে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো পৃ. ১৪।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। বয়স: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। যোগ্যতা: ব্যবসায় প্রশাসন অথবা স্টাডিজ, ব্যাংক ম্যানেজমেন্ট, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি, গণিত, আইন, লোকপ্রশাসন, পরিসংখ্যান, অ্যাপ্লাইড পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইইই,
সিএসই) বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩ পেয়ে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
বেতন: ৪১০০০ টাকা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.bdjobs.com গিয়ে আবেদন করতে হবে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডে ৭টি পদে মোট ৩৩০ জন লোক নেওয়া হবে বলে পত্রিকায় এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে পার্সেলম্যান, ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান, হেভি ড্রাইভার, লোকাল ড্রাইভার, হেলপার (হেভি/লোকাল) ও লোডার পদে ৫০ জন করে এবং সিকিউরিটি গার্ড পদে ৩০ জনকে নিয়োগ করা হবে। এসব পদে আবেদন করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
পার্সেলম্যান ও ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা এইচএসসি পাস। পার্সেলম্যান পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিকিউরিটি গার্ড, হেভি ড্রাইভার, লোকাল ড্রাইভার, হেলপার (হেভি/লোকাল) এবং লোকাল পদের প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। সিকিউরিটি গার্ড ও লোডার পদের প্রার্থীদের সুঠাম দেহের অধিকারী হতে হবে।
সিকিউরিটি গার্ড পদে সামরিক/আধা সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। হেভি ড্রাইভার পদের প্রার্থীদের হেভি গাড়ির বৈধ লাইসেন্সধারী এবং আন্তজেলা রুট পর্যায়ে ন্যূনতম ৫ বছরের কাভার্ড ভ্যান (টাটা ১৩১৩, ১৬১৩, ১৬১৫ ইত্যাদি) চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
লোকাল ড্রাইভার পদের প্রার্থীদের হালকা গাড়ির বৈধ লাইসেন্সধারী এবং ন্যূনতম ৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর হেলপার (হেভি/লোকাল) পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পার্সেলম্যান, ম্যাসেঞ্জার/কুরিয়ারম্যান, লোকাল ড্রাইভার ও হেলপার (হেভি/লোকাল) পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। আর সিকিউরিটি গার্ড, হেভি ড্রাইভার ও লোডার পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। উভয় পদের প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, ড্রাইভিং লাইসেন্স (ড্রাইভার পদের ক্ষেত্রে), অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সশরীরে অথবা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেড (নর্থ জোন), ১১৫/১২৬, তুরাগ থানা রোড, ধউর চৌরাস্তা-সংলগ্ন, ঢাকা ১২৩০ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র যাচাই-বাছাই করে উভয় পদের প্রার্থীদের কাছ থেকে শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। তিনি বলেন, মৌখিক পরীক্ষায় সাধারণত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ফিটনেস, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়গুলো দেখা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এক সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। উভয় পদের প্রার্থীদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানান ফিরোজ হোসেন।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদ ও যোগ্যতা : মার্চেন্ডাইজার। স্নাতক অথবা এইচএসসিসহ ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা। সেলস সুপারভাইজার। স্নাতক। বিক্রয় পেশায় ৪ বছর এবং সুপারভাইজার পদে ২ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ : ২৭ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার, ১১ তলা, ৭২ মহাখালী বা/এ, ঢাকা-১২১২ অথবা আবেদনপত্র ইমেইল করতে হবে [email protected] এই ঠিকানায়। ওয়েব :www.sfbl.com.bd সূত্র : প্রথম আলো, ১২ ফেব্রুয়ারি, পৃ. ২৫
► দি মেটাল প্রা. লিমিটেড পদ ও যোগ্যতা : রিজিওনাল ইনচার্জ। বিএসসি, কৃষি, বিএসসি কৃষি প্রকৌশলী, বিএসসি প্রকৌশলী (মেকানিক্যাল, অটোমোবাইল) অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : টেরিটরি ইনচার্জ (এসটিও, টেরিটরি অফিসার)। ডিপ্লোমা প্রকৌশলী (মেকানিক্যাল, অটোমোবাইল), কৃষিতে ডিপ্লোমা অথবা স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিসহ ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : টেরিটরি ম্যানেজার। কৃষি, কৃষি প্রকৌশলীতে বিএসসি অথবা কৃষিতে ডিপ্লোমা বা মেকানিক্যাল, অটোমোবাইল প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা স্নাতকোত্তরসহ ৪ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : ক্রেডিট কালেকশন অফিসার। স্নাতক, স্নাতকোত্তরসহ ৪ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ : ২৯ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : মহাব্যবস্থাপক ও প্রধান, মানবসম্পদ বিভাগ, দি মেটাল প্রা. লিমিটেড, পিবিএল টাওয়ার, ১৭, নর্থ গুলশান বা/এ, গুলশান সার্কেল-২, ঢাকা। সূত্র : প্রথম আলো, ১২ ফেব্রুয়ারি, পৃ. ২৮ - See more at: http://www.kalerkantho.com/feature/chakriache/2016/02/17/325696#sthash.aYP2E0Ln.dpuf
► সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ ও যোগ্যতা : জুনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল), ১টি। পুরকৌশলে স্নাতক অথবা পুরকৌশলে ডিপ্লোমাসহ অভিজ্ঞতা। জুনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল), ২টি। যন্ত্রকৌশলে স্নাতক অথবা যন্ত্রকৌশলে ডিপ্লোমাসহ অভিজ্ঞতা। বেতন : ৩৫৬০০ টাকা। পদ ও যোগ্যতা : অ্যাকাউনট্যান্ট, ১টি। হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা ব্যবসায় প্রশাসনে স্নাতক, স্নাতকোত্তর। বেতন : ২৭১০০ টাকা। আবেদনের শেষ তারিখ : ১০ মার্চ। আবেদনের ঠিকানা : প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র*্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিএমআরটিডিপি), প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা। ওয়েব : www.mopa.gov.bd সূত্র : যুগান্তর, ৮ ফেব্রুয়ারি, পৃ. ৬
ম ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট পদ ও যোগ্যতা : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। ২ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : সেলস অফিসার। এইচএসসি। ১ বছরের অভিজ্ঞতা। বেতন : ৯০০০ টাকা। পদ ও যোগ্যতা : মেকানিক (ওয়েল্ডার)। ওয়েল্ডিংয়ে ২ থেকে ৩ বছরের ট্রেড কোর্স সম্পন্ন। বেতন : ১১১৯০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২৭ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার, পঞ্চম তলা, ৭৫ মহাখালী, ঢাকা- ১২১২। সূত্র : প্রথম আলো, ১২ ফেব্রুয়ারি, পৃ. ২৬
► সুপ্রিম সিড কম্পানি লিমিটেড পদ ও যোগ্যতা : হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ১টি। পদ ও যোগ্যতা : এজিএম, ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন), ১টি। এমবিএ, স্নাতকোত্তর। ৬ থেকে ১২ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : রিজিওনাল ম্যানেজার (সেলস), ৬টি। স্নাতকোত্তর, বিএসসি (এজি)। ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা। পদ ও যোগ্যতা : এজিএম (সিড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন), ১টি। পদ ও যোগ্যতা : ম্যানেজার (সিড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন), ১টি। বিএসসি (এজি), এমএসসি (এজি)। ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : বাড়ি ১০, লেভেল ৪, গরিব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা-১২৩০। সূত্র : প্রথম আলো, ৮ ফেব্রুয়ারি, পৃ. ১৫
► চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ ও যোগ্যতা : অধ্যাপক—পুরকৌশল বিভাগ, ১টি। বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা। পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক—পদার্থ বিজ্ঞান বিভাগ, ১টি। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। পদ ও যোগ্যতা : প্রভাষক। পুরকৌশল ১টি। ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ১টি। রসায়ন ২টি। সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ২টি। তড়িৎ ও ইলেক. কৌশল ৩টি। স্থাপত্য ৩টি। গণিত ২টি। বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা। পদ ও যোগ্যতা : ডেপুটি লাইব্রেরিয়ান, ১টি। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। পদ ও যোগ্যতা : সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, ১টি। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। পদ ও যোগ্যতা : সহকারী টেকনিক্যাল অফিসার (পিএমই), ১টি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। পদ ও যোগ্যতা : টেকনিশিয়ান (ইউআরপি), ১টি। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। পদ ও যোগ্যতা : হিসাব সহকারী, ৪টি। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। পদ ও যোগ্যতা : ল্যাব অ্যাটেনডেন্ট (ইটিই), ১টি। ল্যাব অ্যাটেনডেন্ট, ২টি। অফিস সহায়ক, ২টি। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। পদ ও যোগ্যতা : হেলপার (যানবাহন), ২টি। মালি, ১টি। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। আবেদনের শেষ তারিখ : অধ্যাপক পদের জন্য ২ মার্চ। বাকি সব পদ ২২ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওয়েব :www.cuet.ac.bd সূত্র : কালের কণ্ঠ, ৯ ফেব্রুয়ারি, পৃ. ৯
► ইঞ্জিনিয়ারিং ইউনিভারসিটি গার্লস স্কুল পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক। বাংলা ২টি। বাংলাসহ স্নাতক, স্নাতকোত্তর। ইংরেজি ১টি। ইংরেজিসহ স্নাতক, স্নাতকোত্তর। গণিত ২টি। গণিতসহ স্নাতক, স্নাতকোত্তর। বিজ্ঞান ১টি। পদার্থবিজ্ঞানসহ স্নাতক, স্নাতকোত্তর। বিজ্ঞান ১টি। রসায়নসহ স্নাতক, স্নাতকোত্তর। বেতনক্রম : ১২০০০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল, বুয়েট ক্যাম্পাস, পলাশী, ঢাকা-১০০০। সূত্র : প্রথম আলো, ১০ ফেব্রুয়ারি, পৃ. ৭
ম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। পদ ও যোগ্যতা : ডাটা এন্ট্রি অপারেটর, ১টি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ২টি। উভয় পদে যোগ্যতা এইচএসসি। টিকিট ক্লার্ক, ১টি। রেন্ট কালেক্টর। উভয় পদে যোগ্যতা এইচএসসি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। অপারেটর স্টেরিলাইজিং, ১টি। এসএসসিসহ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ট্রেড কোর্স, ডিপ্লোমা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। পদ ও যোগ্যতা : ওটি বয়, ১টি। ডোম, ১টি। অষ্টম শ্রেণি। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। পদ ও যোগ্যতা : সিকিউরিটি সুপারভাইজার, ২টি। অবসরপ্রাপ্ত আর্মি, বিজিবির (মাস্টার ওয়ারেন্ট অফিসার/ সুবেদার মেজর) পদবীর হতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। আবেদনের শেষ তারিখ : ১০ মার্চ। আবেদনের ঠিকানা : পরিচালক ও প্রকল্প পরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা, ঢাকা-১২০৬। সূত্র : ডেইলি অবজারভার, ১০ ফেব্রুয়ারি, পৃ. ১০
► বাংলাদেশ পর্যটন করপোরেশন পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী (সিভিল), ১টি। সিভিল প্রকৌশলে স্নাতক। স্টাফ ফটোগ্রাফার, ১টি। মাস্টার্স অথবা এসএসসি বা এইচএসসিতে প্রথম বিভাগসহ স্নাতক। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, ২টি (১টি সিভিল, ১টি বৈদ্যুতিক)। সিভিল, ইলেকট্রিক্যালে ডিপ্লোমা সার্টিফিকেটপ্রাপ্ত। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ৮৩-৮৮, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বা/এ, ঢাকা-১২১২। ওয়েব : www.parjatan.gov.bd সূত্র : ইত্তেফাক, ১১ ফেব্রুয়ারি, পৃ. ১২; ডেইলি স্টার, ১১ ফেব্রুয়ারি, পৃ. ১৩
► শরীফ মেলামাইন পদ ও যোগ্যতা : জোনাল ম্যানেজার। সেলস অফিসার। উভয় পদে যোগ্যতা স্নাতক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ তারিখ : ২৯ ফেব্রুয়ারি। আবেদনের ঠিকানা : জেনারেল ম্যানেজার, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ২৭-১, মিটফোর্ড রোড, শরীফ মার্কেট, ৩য় তলা, ঢাকা-১১০০। সূত্র : প্রথম আলো, ১১ ফেব্রুয়ারি, পৃ. ১৪ - See more at: http://www.kalerkantho.com/feature/chakriache/2016/02/17/325696#sthash.aYP2E0Ln.dpuf
[h=1]বাংলাদেশ কৃষি ব্যাংকে নেবে ১৭১ জন[/h] বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা পদে নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য ১৭১ জনকে নিয়োগ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইট ও পত্রিকায় এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এই লিংক থেকে থেকে ডাউনলোড করা যাবে। পদটিতে শুধু অনলাইনে আবেদন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। আবেদনের যোগ্যতা এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমান অথবা চার বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/ সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০১-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
এ পদে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (www.bb.org.bd) অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছায়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব লাইলা বিলকিস আরা জানান, প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ২৫ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আচরণ, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় দেখা হবে বলে জানান লাইলা বিলকিস আরা। তিনি বলেন, পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিভিন্ন পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৬তম বিএমএ স্পেশাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ কোর্সের অধীনে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস্ ও ইএমই কোরে যোগ দিতে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীদের ২১ সপ্তাহ বিএমএ প্রশিক্ষণ দেয়ার পর সরাসরি ক্যাপ্টেন পদে নিয়োগ দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার্স কোর : এই কোরে আবেদনের জন্য এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। আবেদন করতে পারবেন পুরুষ-মহিলা উভয়ই।
সিগন্যালস্? কোর : আবেদনকারীদের এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা।
ইএমই কোর : আবেদনকারীদের এসএসসি বা এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল বা নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ (৪.০০ এর মধ্যে) থাকতে হবে। এই কোরে পুরুষ-মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বয়স আগামী ১ জুলাই, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-২৮ বছর হতে হবে। বিবাহিত ও অবিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে অবিবাহিতদের পাশাপাশি ১ জুলাই-২০১৬ তারিখে ২৬ বছর বয়সী বিবাহিত পুরুষরাও আবেদন করতে পারবেন।
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণ চলাকালীন এবং কমিশন পাওয়ার পর নিয়মানুযায়ী বেতন ও ভাতা দেয়া হবে। এর মধ্যে থাকবে থোক মঞ্জুরি থেকে ৫৯ হাজার ১৫০ টাকা এবং জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এক হাজার টাকা আবেদন ফি জমাদানপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinbangladesharmy.mil.bd) আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৪ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
আবেদনের ঠিকানা : প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ওয়েব : www.cu.ac.bd
সূত্র : কালের কণ্ঠ, ২৫ মার্চ, পৃ. ৭
-
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক-পদার্থবিজ্ঞান ১টি। পদ ও যোগ্যতা : প্রভাষক-পদার্থবিজ্ঞান ১টি, রসায়ন ১টি, পরিসংখ্যান ১টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি, বাংলা ১টি। আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল। আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা। ওয়েব : www.cou.ac.bd সূত্র : ইনডিপেনডেন্ট, ২৫ মার্চ, পৃ. ১৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক-ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি ১টি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং ১টি, অফশোর ইঞ্জিনিয়ারিং ১টি, নটিক্যাল সায়েন্স ১টি, গণিত ১টি, রসায়ন ১টি, পদার্থবিদ্যা ১টি, বাংলা ১টি।
বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। পদ ও যোগ্যতা : প্রভাষক-ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি ১টি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং ১টি, অফশোর ইঞ্জিনিয়ারিং ১টি, নটিক্যাল সায়েন্স ১টি, বিজনেস ম্যানেজমেন্ট ১টি, গণিত ১টি, রসায়ন ১টি, পদার্থবিদ্যা ১টি, বাংলা ১টি।
বেতনক্রম : ২৩০০০-৫৫৪৭০ টাকা। আবেদনের শেষ তারিখ : ২৬ এপ্রিল। আবেদনের ঠিকানা : রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ১৪/৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
সাইদুর রহমান | আপডেট: ০০:৫১, মে ০৬, ২০১৬ | প্রিন্ট সংস্করণ
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ২০১৭ ব্যাচের ট্রেড-২-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেড-২ পেশা অর্থাৎ কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) এবং টেইলার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
ট্রেড-২ পদের জন্য আবেদন করতে পারবেন শুধু পুরুষ প্রার্থীরাই। জেলাভিত্তিক আবেদন কার্যক্রম শুরু হবে ১৫ মে, চলবে ২৫ মে পর্যন্ত। ট্রেড-২ পদে আবেদনের জন্য আবেদনকারীকে নিজ জেলায় নির্দিষ্ট দিনে উল্লিখিত স্থানে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা: ট্রেড-২ পদে আবেদনের জন্য আবেদনকারীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি থাকতে হবে পেশা-সংশ্লিষ্ট যোগ্যতাও, যেমন: কুক পদে যোগদানের জন্য আবেদনকারীকে রান্নায়, ইঅ্যান্ডবিআর পদে আবেদনের জন্য আবেদনকারীকে বুট মেরামত ও সেলাই এবং টেইলার পদে আবেদনের জন্য আবেদনকারীকে সেলাইয়ে পারদর্শী হতে হবে। এ ছাড়া টেইলার পদে আবেদনের জন্য আবেদনকারীর সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে এবং বিশেষভাবে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে।
কুক, ইঅ্যান্ডবিআর ও টেইলার পদে আবেদনের জন্য আবেদনকারীর উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি।
আবেদনকারীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য, অবিবাহিত এবং সাঁতার জানা থাকতে হবে। এ ছাড়া আগামী ১৫ নভেম্বর ২০১৬ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে। এ ক্ষেত্রে কোনো প্রকারএফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া: ট্রেড-২-এর পদগুলোতে আবেদনের জন্য আবেদনকারীকে সেনা সদর, এজি শাখা, পিএ পরিদপ্তরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস, করপোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনকারীকে নিজ জেলায় উল্লিখিত স্থানে নির্দিষ্ট দিনে সশরীরে উপস্থিত হয়ে স্বাস্থ্য ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে দক্ষতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াও প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবহারিক/সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে ভর্তির সব শর্ত পূরণ সাপেক্ষে ৩০ শতাংশ কোটা নির্ধারিত থাকবে। মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ভর্তির জন্য আবেদনকারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধার সনদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মুক্তিযোদ্ধার পোষ্য হিসেবে প্রদত্ত সনদ প্রমাণস্বরূপ রিক্রুটিং কর্তৃপক্ষের কাছে অবশ্যই উপস্থাপন করতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি: চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত স্কেলে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এ ছাড়া বিনা মূল্যে আহার, বাসস্থান, নিজ পরিবারবর্গ ও আত্মীয়স্বজনের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাকপরিচ্ছদ, নিজ ও পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির শর্তসাপেক্ষে সেনাপল্লিতে প্লট প্রাপ্তির সুযোগ-সুবিধা। এ ছাড়া নীতিমালা অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ তো রয়েছেই।
বিস্তারিত জানতে যোগাযোগ: পরিচালক, পার্সোন্যাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস।
সিন্থিয়া শারমিন সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী তরুণদের জন্য স্বপ্নের ক্যারিয়ারের সুযোগ করে দিয়েছে। নৌবাহিনী নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহাজ ও বিএন ডকইয়ার্ড টেকনিক্যাল শাখায় স্পেশাল এন্ট্রি প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া চতুর্থ পদে ৩১ জন এবং নাবিক পদে ১৯ জনকে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে ১ জুলাইয়ের মধ্যে।
আবেদন যোগ্যতা
স্পেশাল এন্ট্রি প্রবেশনারি অফিসার-চতুর্থ : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে সরকারি পলিটেকনিক থেকে নূ্যনতম ডিপ্লোমা পাস হতে হবে। তবে সিজিপিএ নূ্যনতম ৩.০০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদনের জন্য ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, পাওয়ার, মেকানিক্যাল অথবা অটোমোবাইল বিষয়ে, অর্ডিন্যান্স শাখায় আবেদনের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ে, রেডিও ইলেকট্রিক্যাল শাখায় আবেদনের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস বিষয়ে, শিপরাইট শাখার জন্য ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি, শিপ বিল্ডিং বা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এমই-২, ইএন-২ এবং আরইএন-২ : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিজেল মেকানিকস, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিনিস্ট, জেনারেল ইলেকট্রিশিয়ানে ছয় মাসের ট্রেড কোর্স সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসে বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্টম্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ থাকবে। আবেদনের জন্য গ্রহণযোগ্য ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত হবে।
অন্যান্য যোগ্যতা
স্পেশাল এন্ট্রি প্রবেশনারি অফিসার-চতুর্থ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স আগামী ১ জুলাই ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে এমই-২, ইএন-২ এবং আরইএন-২ পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২৫ বছর। আবেদন করতে পারবেন বিবাহিত ও অবিবাহিত বাংলাদেশি পুরুষরা।
বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে।